পহেলা বৈশাখে লেবাননের ত্রিপলীতে প্রবাসীদের মিলন মেলা

0
129

লেবানন প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দুলা মিয়ার একমাত্র সন্তান আহমদের বিয়ার অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা ঘটে।রবিবার দুলামিয়ার ত্রিপলীর বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশী ও লেবানিজদের স্বমন্নয়ে আরাবী বাদ্যের সাথে তাল মিলিয়ে লেবাননের সুপরিচিত ডবকে ড্যান্স পরিবেশন করা হয়।

এসময় লেবানন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার প্রধান, আশফাক তালুকদার, ইকবাল হোসেন জয়, সাংবাদিক জসিম উদ্দীন সরকার, বাংলাদেশ কমিউনিটির জসিম উদ্দীন, আব্দুল করিম, আতাউর রহমান, মফিজুল ইসলাম, জেসমিন সুলতানা, মাসুদুর রহমান, মোহাম্মদ ইউসুফ সহ ত্রিপলীর স্থায়ী ও বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধীক প্রবাসী উপস্থিত ছিলেন।

আগত মেহমান বৃন্দ মন্তব্য করে বলেন, এই আয়োজনে তারা বাংলার নতুন বছরকেও বরণ করে নিয়েছেন। বৈশাখের এই দিনে এমন আয়োজনে যোগ দিতে পেরে সবাই আনন্দিত।