দুই কিলোমিটার দৃশ্যমান পদ্মা সেতু

0
143

আলোরযুগ প্রতিবেদক: বহুল প্রত্যাশিত পদ্মাসেতু এখন দুই কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে দুইদিন ধরে চেষ্টার পর অবশেষে চতুর্দশ স্প্যান৩সিবসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ২১০০ মিটার (. কিলোমিটার) 

শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১৫ ১৬ নম্বর পিলারের ওপর দেশিবিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসেছে। তৃতীয় মডিউলের তিন নম্বর স্প্যান এটি। সেতুর ১৪ ১৫ নম্বর পিলারের ওপর বসানোবিস্প্যানের পাশেই বসেছে৩সি স্প্যানটি

ড্রেজিং করে পলি অপসারণ প্রতিকূল আবহাওয়ার কারণে দুইদিন স্থগিত থাকার পর ১৫ ১৬ নম্বর পিলারের উপর বসানো হয়েছে স্প্যানটি

একের পর এক স্প্যান বসিয়ে দৈর্ঘ্য বেড়ে চলছে পদ্মাসেতুর। গাড়ি ট্রেনে চড়ে পদ্মা পাড়ি এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার পথে। ত্রয়োদশ স্প্যান বসানোর এক মাস তিন দিনের মাথায় স্থায়ীভাবে বসলো এই চতুর্দশ স্প্যানটি

রাজধানী ঢাকা এর আশপাশের অঞ্চল থেকে পদ্মানদী পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে আর ২৭টি স্প্যান বসলেই। 

এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টায় ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের আর হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে নিয়ে আসে তিন হাজার ৬শটন ধারণক্ষমতারতিয়ান ক্রেন। এরপর অবস্থান নেয় ১৪ নম্বর পিলারের কাছে

পদ্মাসেতুর প্রকৌশল সূত্রে জানা যায়, পদ্মাসেতুর নদীশাসন কাজের অগ্রগতি ৫৫ শতাংশ। সেতুর ৪২টি পিলারের মধ্যে ২৯টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। জাজিরা প্রান্তের স্প্যানগুলোতে রেলওয়ে স্ল্যাব রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ চলছে। চীন থেকে আরো দুইটি স্প্যান মাওয়ার পথে আসছে