আইসিজিএবি’র উপর রোমিও’র ডকু ড্রামা।

0
131

অালোর যুগ বিনোদন :

পেশাজীবি একাউন্ট্যান্টদের সংগঠন দি ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিজিএবি) এর উপর একটি ডকু ড্রামা ও বিজ্ঞাপন চিত্র নির্মাণ করছেন আহমেদ সাব্বির রোমিও। বিজ্ঞাপন চিত্রে নায়িকা প্রিয়াংকা জামান,সরকারের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল্লাহ্ হারুন, মেন’স গল্প আইয়ের ব্রান্ড অ্যাম্বেসেডর মডেল অভিনেতা নোমান রহমান সহ বদিউজ্জামান রুবেল, ইলিয়াস ঢালী, মোহাম্মদ সাইফুল আলম,শাহারিন জাহানসহ অন্যান্যরা। ডিওপি খান আমিন, মেকওভার ফয়সাল রিয়েল স্থির চিত্র নাইম ইসলাম প্রেম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিজিএ মুহাম্মদ মামুনুর রশিদ ও সাইফুর রহমান।

এই ডকু ড্রামা ও বিজ্ঞাপন চিত্রের ব্যাবহারের প্রয়োজনের জন্য রাজধানীর বিভিন্ন লোকেশন ছাড়াও আইসিজিএবিতে চিত্র ধারন করা হয়।

উল্লেখ্য, এই সময়ের তরুণ মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান সম্প্রতি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। হঠাৎ করে শরীরে রক্তে বিষক্রিয়া হয়ে যাওয়াতে তাঁকে হাসপাতালে থাকতে হয়েছিলো। টানা বাইশ দিন তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।